ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

হেমন্তের ছড়া

হেমন্তে ওই | আবু বকর হারুন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, অক্টোবর ১৬, ২০১৫
হেমন্তে ওই | আবু বকর হারুন

হেমন্তে ওই পাড়া গাঁয়ে
কামলা কৃষাণ নগ্ন পায়ে
ধায় ছুটে যায় মাঠে,
নতুন ধানের গন্ধে খোকার
মন বসে না পাঠে।

রৎরানীর মিষ্টি বিদায়
শৈত্যপ্রবাহ আসছে বিধায়
সিক্ত শিশির ভোরে,
হালকা হিমেল মিষ্টি বায়ু
গাঁয়ে বয়ে যায় জোরে।



শিউলি ঝরা সুপ্রভাতে
নতুন ধানের পায়েস হাতে
একসাথে সব বসা,
নবান্নে ঠিক গাঁও গ্রামের
সব হয়ে যায় নশা!

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।