ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

ইচ্ছে করে | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ইচ্ছে করে | নাজিয়া ফেরদৌস

পাখ-পাখালির ঝাঁকে
হাজার রকম পাখি;
ইচ্ছে করে ওই পাখিদের
মতোই হয়ে থাকি।
ইচ্ছে করে টিয়ে হতে
টুকটুকে লাল ঠোঁট।


কখনো বা মাছরাঙা
শত রঙের ফোঁট।
ইচ্ছে করে বকের মতো
থাকতে বাঁশের বনে;
বাদুড় হয়ে ঝুলবো গাছে
ইচ্ছে বড় মনে।
রাতের বেলা পেঁচার মতো
হুতোম হুতোম স্বরেÑ
উড়ে উড়ে দেখতে এ দেশ
ইচ্ছে বড় করে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।