ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

রাতের আকাশ | রেজিনা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, সেপ্টেম্বর ৮, ২০১৫
রাতের আকাশ | রেজিনা ইসলাম

রাতের আকাশ কৃষ্ণপরি কালো রঙের মেয়ে
ইলিক ঝিলিক তারার বুটিক গায়ে আছে ছেয়ে
কালোবদন জুড়ে আছে চাঁদের আলোর টিপ
 জ্যোৎস্না রাতে সোনায় মোড়া চমক চমক দীপ।

কৃষ্ণদ্বীপে উড়াল দিয়ে স্বপ্ন মেখে উড়ি
মনটা আমার আহ্লাদিত কালো রঙের ঘুড়ি
মেঘের সারি ঘুমিয়ে আছে কালো চাদর গায়ে
রাতের আকাশ আদর মাখায় মেঘ শিশুর পায়ে।



কালোর ফাঁকে আলোর তোড়া চাঁদের বুড়ি ছড়ায়
রাতের সাথী চাঁদের হাসি মায়ার জালে জড়ায়
চারিদিকে গোছা গোছা কালো রঙের ধুম
ঘুমিয়ে থাকে রাতের আকাশ নিস্তব্ধ নিঝুম।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।