ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

শিশু অধিকার আন্দোলন জোরালো করছে শিশু সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মে ২৪, ২০১১
শিশু অধিকার আন্দোলন জোরালো করছে শিশু সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

ঢাকা: লেখনীর মাধ্যমে শিশু সাংবাদিকরা তাদের অধিকার আন্দোলনকে আরও জোরালো করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।

মঙ্গলবার জাতীয় শিশু সাংবাদিক সম্মেলন-২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠান তিনি একথা বলেন ।



তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। এজন্য আমরা তথ্য অধিকার আইন পাশ করেছি। আমরা গণমাধ্যমে অবাধ স্বাধীনতা দিয়েছি। ’

সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে দু’দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ইউনিসেফ’র কান্ট্রি ডিরেক্টর ক্যারল ডি রয়।

ড. আরেফিন সিদ্দিক বলেন, ‘শিশু বয়সে শিশু সাংবাদিকতার এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। আজকের এই শিশুদের মধ্য থেকেই অনেক শিশু ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। এজন্য তাদেরকে আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে। ’

শিশু প্রকাশ নামের একটি সংবাদ সংস্থা নতুন পুরনো মিলিয়ে এ পর্যন্ত ৩ হাজারের বেশি শিশু সাংবাদিক তৈরি করেছে জানিয়ে ক্যারল ডি রয় বলেন, ‘শিশু সাংবাদিকতার মাধ্যমে এরা শিশুদের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরছে। ’

ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এবং ইউনিসেফ পরিচালিত সংবাদ সংস্থা ‘শিশু প্রকাশ’ এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সারাদেশ থেকে শিশু প্রকাশের ৬ শতাধিক শিশু সাংবাদিক অংশ নেয়।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু। সভাপতিত্ব করেন মানিকগঞ্জের শিশু সাংবাদিক কাবেরি সুলতানা জ্যোতি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।