ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

সংবাদ

চাইল্ড পার্লামেন্টের ৮ম অধিবেশন

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
চাইল্ড পার্লামেন্টের ৮ম অধিবেশন

ঢাকা: চাইল্ড পার্লামেন্টের ৮ম অধিবেশন আগামী ১০ ও ১২ এপ্রিল ২০১১ রাজধানীর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অধিবেশনে ৬৪ জেলা থেকে একজন করে প্রতিনিধি ও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২০ জন শিশু প্রতিনিধিসহ মোট ৮৪ জন শিশু প্রতিনিধি অংশ নেবেন।



আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে ‘শিক্ষা ও সুশাসন’ এবং ‘জন্ম নিবন্ধন’ বিষয়ে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের জরিপ তথ্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে একটি কর্মপত্র অধিবেশনে প্রকাশিত হবে।

প্রথম দিনের অধিবেশনে ‘শিক্ষা ও সুশাসন’ নিয়ে আলোচনা হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া দ্বিতীয় দিনের অধিবেশনে ‘জন্ম নিবন্ধন’ বিষয়ক সভায় উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের ৮ম অধিবেশনে সভাপত্বি করবেন স্পিকার রাজু আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।