ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

বাংলাকে ভালোবেসে | গুলশান আরা রশিদ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
বাংলাকে ভালোবেসে | গুলশান আরা রশিদ

বাংলা আমার বাঁশির সুরে
উদাস করা মন,
বাংলা আমার পাখির কুজন
সবুজ ঘন বন।

বাংলা আমার নীল গগনে
রুপোর লক্ষ তারা,
ওরাই মোদের গর্ব এখন
প্রাণ দিয়েছে যারা।



বাংলা আমার কুমার নদীর
ছোট্ট ডিঙ্গি নাও,
এমন মধুর ছবি তুমি
দেখতে কোথায় পাও?

বাংলা আমার চাঁদনি রাতে
গল্প-দাদুর আসর,
বাংলা আমার ঘুমের ঘোরে
স্বপ্নে দেখা বাসর।

ভুবনভোলা এই দেশটি
আর কোথা না পাই,
তাই তো আমি এ মাটিতেই
জীবন দিতে চাই।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।