ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

টিভি সাংবাদিকতা প্রশিক্ষণ পেলো ১৫ শিশু সাংবাদিক

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১
টিভি সাংবাদিকতা প্রশিক্ষণ পেলো ১৫ শিশু সাংবাদিক

ঢাকা: টেলিভিশন সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ পেলো ১৫ জন শিশু সাংবাদিক। ইউনিসেফের সহযোগিতায় ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার পরিচালিত শিশু প্রকাশ ও চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।



রাজধানীর আদাবরে ভিটিআরসি মিলনায়তনে বুধবার থেকে শুরু হওয়ার ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় শিশু প্রকাশের ঢাকা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ১৫ জন শিশু সাংবাদিক অংশ নেয়। কর্মশালায় শিশুদের টেলিভিশনে প্রচারের জন্য কিভাবে সংবাদ তৈরি, ভিডিও সংগ্রহ ও সম্পাদনাসহ মৌলিক বিষয়গুলো শেখানো হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চ্যানেল আই এর সহযোগী বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, শিশু প্রকাশের বার্তা সম্পাদক সেলিম আকন, চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশন বাংলাদেশের ফাহমিদুল ইসলাম শান্তনু।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।