ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

তোমাদের বই

ফলাফল শূন্য

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
ফলাফল শূন্য

ছোটরা কী করতে ভালোবাসে! একটা কিশোর কী ভাবে! তাদের জীবনে কী আনন্দ বয়ে আনে! সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে গল্পগুলোতে। জীবনের এই বর্ণনা কিন্তু মোটেও গুরুগম্ভীর স্বরে না।

প্রতি লাইনে ছড়িয়ে যায় আনন্দ-লহরী। কিশোর জীবনের বিধি নিষেধ, অপছন্দের কাজ সবই আছে গল্পগুলোতে। সেগুলোকে তারা কেমন করে সামলায় বা তা থেকে ছাড়া পায় জানা যায় গল্প পড়ে।

নিজের জীবনের ছায়া যেন সরে সরে যায় চোখের সামনে দিয়ে। এমনি করে এক এক গল্পে কিশোরদের এক একটি মজার ঘটনা নিয়ে গল্প লিখেছেন সাজ্জাদ কবীর। আর গল্পগুলো নিয়ে তোমাদের জন্য এবারের বইমেলায় বই প্রকাশ করেছে প্রগতি পাবলিশার্স, দাম: ১০০ টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।