ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

ছড়া

ভূত ভূত খুঁত খুঁত

বিনয় বর্মন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
ভূত ভূত খুঁত খুঁত

ভূত ভূত খুঁত খুঁত
চোখ দুটো কুতকুত
ভূত থাকে বনে
ছায়া ছায়া কায়া কায়া
আন্ধারে গান গায়া
ভূত থাকে মনে।

ন্যাড়া মাথা ট্যারা চোখ
গরু খাসি ভ্যারা হোক
খাওয়া জম্পেশ
তাজা মাছ ভাজা খায়
গপাগপ যা যা পায়
নিমিষেই শেষ।



লোমে ভরা সারা গা
দূরে ওই পাড়া গাঁ
একা একা ঘোরে
ভূত দেখে বাবারে
একদিন সাভারে
ফিট হয় চোরে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।