ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

ছবির কথা

দুই টাকার খবরওয়ালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১
দুই টাকার খবরওয়ালা

ইট কাঠে ঘেরা ব্যস্ত শহরের মানুষগুলোও ব্যস্ত। ব্যস্ততার ফাঁকে যানজটে বসে দুই টাকার পত্রিকাগুলো পড়ে সময় কাটান অনেকে।

তাদের জন্য দুই টাকার পত্রিকাগুলো নিয়ে ভোর থেকে এ গাড়ি থেকে ও-গাড়িতে ছুটে বেড়ায় কিছু শিশু। অনেক আগে স্কুল যাওয়ার বয়স হলেও সুবিধাবঞ্চিত এসব শিশুদের অনেকেরই স্কুল যাওয়ার সুযোগটা হয়ে উঠেনি। জীবনের অনেক মৌলিক চাহিদা থেকে যারা কেবলই বঞ্চিত। সাতসকালে গাড়িতে করে স্কুলে যাওয়ার সময় তোমাদের অনেকের সঙ্গেই হয়তো ওই সব শিশুদের দেখা মিলে। তোমরা কি কখনো কথা বলেছিলে ‘সুবিধাবঞ্চিত ওই সব শিশুদের সঙ্গে’। কেমন আছে ‘তারা’? রাজধানীর শাহবাগ মোড় থেকে এরকমই এক শিশুর ছবি তুলেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর আলোকচিত্রী এসএমএ কাশেম। লেখা: আরিফুল ইসলাম আরমান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।