ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশুবন্ধু আজগর!

দেবোত্তম কুমার দেবনাথ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, ডিসেম্বর ৮, ২০১০

বন্ধুরা, সাপকে তোমরা নিশ্চয়ই খুব ভয় পাও। কিন্তু তোমাদের মতোই সাত বছর বয়সী শিশু অলিভিয়া বিনফিল্ড গত শনিবার ‘ব্রিটেন গট টেলেন্ট’ প্রতিযোগিতায় ছয় ফুট লম্বা একটি অজগর গলায় জড়িয়ে খেলা দেখিয়েছে।

আর এই খেলা দেখে উপস্থিত সবাই শিহরিত হয়ে ওঠে।

অলিভিয়া জানায়, অজগরটি তার পোষা এবং সেটি তার সঙ্গে তার বাড়িতেই থাকে।

প্রতিযোগিতা অনুষ্ঠানের উপস্থাপক অ্যান্ট পার্টলিন এবং ডিক্লেন ডনিলিও অলিভিয়ার এই কাজ দেখে ভয় পান। তারা বার বার বলছিলেন, ‘এটা কিভাবে সম্ভব হতে পারে?’

অলিভিয়া তার পারফরমেন্স শেষ করার পর অ্যান্ট এবং ডিক্লেন দ্রুত স্টেজে যান। তারপর ডিক্লেন বলেন, ‘সাপটি যেন অলিভিয়ার গলায় জড়িয়ে তাকে মেরে ফেলার মতো অবস্থা করছিল বলে মনে হচ্ছিল। ’

একজন দর্শক বলেন, ‘আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি চিন্তাও করতে পারছিলাম না কিভাবে শিশুটি সাপটির এতো কাছে গেল এবং সাপটিও তাকে কিছু করল না!’

তবে এই থেকে আবার বেশি উৎসাহি হয়ে কোন সাপের গায়ে হাত দিতে যেও না যেন। সব সাপ কিন্তু এক রকম নয়। কামড় দিতে পারে যে কোন মুহুর্তে। তাই সাবধান!

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।