bangla news

শিশুদিবসেও বিনোদনবঞ্চিত শিশুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১০-০৪ ৪:২০:০১ এএম

জাতিসংঘ শিশু অধিকার সনদ ও জাতীয় শিশুনীতিতে শিশুদের বিনোদনের অধিকার বার বার বলা হলেও বিশ্ব শিশুদিবসে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোতে নেই কোন আয়োজন।

জাতিসংঘ শিশু অধিকার সনদ ও জাতীয় শিশুনীতিতে শিশুদের বিনোদনের অধিকার বার বার বলা হলেও বিশ্ব শিশুদিবসে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোতে নেই কোনো আয়োজন।

ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে এ বিষয়ে যোগাযোগ করা হলে কারো কাছ থেকেই আশার কথা শোনা যায়নি। চ্যানেল আই এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা সেলিম নূর বলেন ‘আমরা এ দিবস সম্পর্কে ভালোভাবে কিছু জানি না। তাই কোন অনুষ্ঠান নির্মাণ করতে পারিনি’।

একই মত জানালেন এটিএন বাংলার জনসংযোগ কর্মকর্তা পাভেল ইসলাম। তিনি বলেন ‘শিশু দিবসে শিশুদের জন্য আমাদের কোন বিশেষ আয়োজন নেই।’

তবে শিশু দিবস উপলক্ষে ‘দ্য মিলিয়নিয়ার বয়েজ’  নামে একটি বিশেষ নাটক প্রচার করছে একুশে টেলিভিশন।

শিশু দিবসে শিশুদের জন্য বিশেষ বিশেষ অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করবে দেশীয় টিভি চ্যানেলগুলো এমন প্রত্যাশাই শিশুদের।

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইচ্ছেঘুড়ি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2010-10-04 04:20:01