ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয় পার্টি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপে পাঁচদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

সোমবার (০৯ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০০৮৪ ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।  

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৪ জুলাই (শনিবার) সন্ধ্যা ৬টায় দেশে ফেরার কথা রয়েছে এরশাদের।

চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় রোববার (০৮ জুলাই) রাতে এ তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মেজর (অব.) খালেদ আখতার এবং শফিকুল ইসলাম সেন্টু।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।