ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কোরআনে হাফেজদের ফেনীতে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কোরআনে হাফেজদের ফেনীতে সংবর্ধনা

ফেনী: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা নয় কোরআনে হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৪ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপালের সিংহ নগরে জাবালে নূর মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করেন ঢাকার দ্বীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ গণী আহম্মদ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসার মোহতামিম মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কোরআনে হাফেজরা হলেন ভারত (২০১২) ও সৌদি আরবে (২০১৩) অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী নাজমুস সাকিব, মিশর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০১৪) প্রথম স্থান অধিকারী ক্বারী মু. জাকারিয়া, দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০১৭) ১ম স্থান অধিকারী তরিকুল ইমলাম, সৌদি আরব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০১৪) প্রথম স্থান অধিকারী আব্দুল্লাহ আল-মামুন, একই প্রতিযোগিতায় (২০১২) ৭৩ দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী তানভীর হুসাইন, সায়াদ সুরাইল, জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০১৯) সাইফুর রহমান ত্বকী, মিশর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০১৫) ১ম স্থান অধিকারী নাহিয়ান কাওসার, মিশর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০১৮) ১ম স্থান অধিকারী মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া রশীদিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শহীদুল্লাহ, জামেয়া মাদানিয়া সিলোনিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি আহম্মদ উল্লাহ, ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুহাদ্দিস, মুফতি মো. ইলিয়াস, করিয়া মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম ও বাংলাদেশ নও মুসলিম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মুফতি শরীফুল ইসলাম ইজ্জতপুরীসহ জেলার বিভিন্ন মাদ্রাসার আলেমরা।

অনুষ্ঠানে সংবর্ধিত কোরআনে হাফেজরা পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।