ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ইসলাম

‘কখনো ভাবিনি এভাবে মসজিদে জুমা হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, এপ্রিল ১০, ২০২০
‘কখনো ভাবিনি এভাবে মসজিদে জুমা হবে না’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মসজিদগুলোতে সরকারি নির্দেশনা মেনে অনধিক ১০ জনের জুমার নামাজ আদায় হয়েছে। এদিন মসজিদের মাইকে সবাইকে বাড়িতে থেকে নামাজ আদায় করে নিতে বলা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) শহরের বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে কথা হলে তারা প্রায় সবাই জানান, কখনো তারা এমন দিনের কল্পনা করেননি যেদিন জুমার আজান হবে কিন্তু মসজিদে জামাত হবে না।

শহরের প্রধান কয়েকটি মসজিদের ইমামদের সঙ্গে কথা হলে তারা জানান, কখনো ভাবিনি এভাবে মহামারি আসবে, এভাবে মসজিদগুলো বন্ধ হয়ে যাবে।

সবই আল্লাহর ইচ্ছা। তিনি হয়তো আমাদের পরীক্ষা করছেন। আমাদের তার কাছে ক্ষমা চাইতে হবে। এমন দিন আসবে ভাবতে পারিনি।  

মুসলিমনগর মসজিদের ইমাম মাওলানা মীর মোহাম্মদ কাউসার আলী জানান, আমি সত্যিই কখনো চিন্তা করিনি এমন দিনের সামনে আমাদের উপস্থিত হতে হবে। কেউ কারো হবে না সেটি কেয়ামতের দিনের কথা। আমাদের কেউ আক্রান্ত হলে কিংবা মারা গেলে কেউ কাছে যায় না। বাবা তার সন্তানদের চেনেন না, মা চেনেন না মেয়েক, সন্তানরা বাবা মায়ের দিকে যেতে চায় না। এটি এমন এক মহামারি যা থেকে মহান আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে এ থেকে আমাদের মুক্তি চাইতে হবে।  

কথা বলতে বলতে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, এ আমাদের জন্য এক পরীক্ষা। আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আপাতত ঘরে থেকেই আমাদের নামাজ আদায় করতে হবে। প্রতিটি ঘরকে আল্লাহর ঘরে রূপান্তরিত করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।