ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ইসলাম

জাতীয় মসজিদের স্বীকৃতি পাচ্ছে বায়তুল মুকাররম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
জাতীয় মসজিদের স্বীকৃতি পাচ্ছে বায়তুল মুকাররম বাইতুল মুকাররম মসজিদ

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে ‘বায়তুল মুকাররম’ মসজিদকে জাতীয় মসজিদের স্বীকৃতি দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশন বছরজুড়ে যেসব কর্মসূচি গ্রহণ করেছে, এটি তার মধ্যে অন্যতম।

উল্লেখ্য, বায়তুল মুকাররম মসজিদকে জাতীয় মসজিদ বলা হলেও কাগজে কলমে এর কোনো দালিলিক স্বীকৃতি নেই।

ফলে এ সংক্রান্ত একটি প্রস্তাবের সার-সংক্ষেপ অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুজিববর্ষের কর্মসূচি ঘোষণা করে।

অন্য কর্মসূচির মধ্যে মুজিববর্ষ উপলক্ষে বায়তুল মুকাররম মসজিদকে দৃষ্টিনন্দন, আধুনিক ও সুন্দর করে সাজানোর প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬-২০০১ মেয়াদে ভিত্তিপ্রস্তরকৃত বায়তুল মুকাররম মসজিদের মিনারের অসমাপ্ত কাজও সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ বাদ জোহর বায়তুল মুকাররম মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি বিভাগীয়/জেলা কার্যালয়, ৫০৮টি উপজেলা/জোন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্র, ৫৫০টি মডেল রিসোর্স সেন্টার, ১৫০০টি সাধারণ রিসোর্স সেন্টার, ৫৫৫টি মডেল লাইব্রেরি, ১০১০টি দারুল আরকাম মাদ্রাসা, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৪৬৫টি মক্তব ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ মোট ৭৮ হাজার ৪৭৮টি স্থানে বিশেষ দোয়া করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ বায়তুল মুকাররম মসজিদে ১০০ জন কুরআনে হাফেজের মাধ্যমে ১০০ কুরআন খতম করা হবে।

এছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ মসজিদ এবং রাজশাহীর হেতেম খাঁ মসজিদে কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ও সকল ধর্মের অধিকার সুরক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শিরোনামে ৮টি বিভাগীয়সহ মোট ৯টি আন্তর্জাতিক সেমিনার দেশি-বিদেশি খ্যাতিমান ইসলামী স্কলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহত করার প্রত্যয়ে দেশের প্রতিটি বিভাগে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।

১০০টি মডেল মসজিদের নির্মাণ কাজ সুসম্পন্ন করা
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে নির্মিয়মান ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিববর্ষে ১০০টি মডেল মসজিদের নির্মাণ কাজ সুসম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে পবিত্র কুরআন ও হাদিসের ওপর গবেষণাধর্মী ১০০টি মৌলিক বই প্রকাশ করা হবে।

ইসলামের খেদমতে বঙ্গবন্ধুর অবদানের ওপর বুকলেট ও ডকুমেন্টারি নির্মাণ

‘ইসলামের প্রচার ও প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ এর ওপর বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বুকলেট ও ডকুমেন্টারি নির্মাণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররমস্থ কেন্দ্রীয় লাইব্রেরিসহ ৬৪ জেলা লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপন করা হবে।

বিনামূল্যে ৬ লক্ষ কুরআন বিতরণ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় সারাদেশে ৬ লাখ কপি কোরআন বিনামূল্যে শিশু-কিশোরদের মধ্যে বিতরণ করা হবে।

ইসলামিক মিশনের মাধ্যমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বায়তুল মুকাররম কার্যালয় ও ৫০টি ইসলামিক মিশনে ১৭-৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।  

বায়তুল মুকাররম মসজিদের আঙ্গিনা এবং ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়ে মাসব্যাপি বিশেষ ইসলামী বইমেলার আয়োজন করা হবে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আকর্ষণীয় স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় শিশু দিবস ও জাতীয় শোক দিবসে জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা ‘মাসিক অগ্রপথিক’ ও ‘মাসিক সবুজপাতা’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধুর সমাধিসৌধ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমীতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

‘পরিচ্ছন্ন কর্মপরিবেশ, পরিচ্ছন্ন সেবা’ শিরোনামে ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমীর অফিস ও অফিসের চারপাশ পরিচ্ছন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমআইএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।