ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ইসলাম

সরকারি খরচে বহর নিয়ে হজে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
সরকারি খরচে বহর নিয়ে হজে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী সঙ্গীদের নিয়ে আশকোনা হজ ক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী, ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি খরচে ওলামা-মাশায়েখ ও সরকারি কর্মকর্তাসহ ১২৪ জনের বিশাল বহর নিয়ে হজে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

রোববার (৪ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩১২৮ নম্বর ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে সৌদির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।  

এরই মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহসহ হজ গমনকারী প্রতিনিধি দলের সদস্যরা আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করেছেন।

আশকোনা হজ ক্যাম্পে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিমানবন্দরে রওনা হবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।