ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ইসলাম

সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত শুরু  সাদ অনুসারীদের ইজতেমার মোনাজাতের দৃশ্য। ছবি : বাংলানিউজ

গাজীপুর: টঙ্গীতে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়েছে। মঙ্গলবার  (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৬ মিনিটে দিল্লির মাওলানা শামীম উর্দুতে আখেরি মোনাজাত শুরু করেন।  

এর আগে বাদ ফজর উর্দুতে বয়ান করেন দিল্লির হাফেজ ইকবাল নায়ার। পরে তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের ওসামা বিন ওয়াসিফ।

সকাল ১০টার দিকে উর্দু ভাষায় হেদায়েতি বয়ান করেন দিল্লির মাওলানা শামীম এবং বাংলায় তা তরজমা করেন মাওলানা আশরাফ আলী। এরপর আবার দিল্লির মাওলানা শামীম কিছু কথা বলে আখেরি মোনাজাত পরিচালনা শুরু করেন।  

রোববার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় সাদ অনুসারী মুসুল্লিদের ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মঙ্গলবার (১৯ফেব্রুয়ারি) শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমার সব ধরনের আনুষ্ঠানিকতা।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯।
আরএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।