ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

ঢাকা: হিজরি নববর্ষ ও পবিত্র আশুরা নির্ধারণের জন্য সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুরাকররমের সভাকক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে হিজরি নববর্ষ এবং পবিত্র আশুরা নির্ধারণ ও চাঁদ দেখা সংক্রান্ত সংবাদ পর্যালোচনা করা হবে।



সোমবার যদি  চাঁদ দেখা যায়, তাহলে ১১ সেপ্টেম্বর হিজরি বছর গণনা শুরু হবে। আর সে হিসেবে ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হবে পবিত্র আশুরা।

আর যদি ১১  সেপ্টেম্বর চাঁদ দেখা যায়, তাহলে ১২ সেপ্টেম্বর হিজরি নববর্ষ হবে এবং ২১ সেপ্টেম্বর (শুক্রবার) পবিত্র আশুরা উদযাপিত হবে।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও যদি ১০ সেপ্টেম্বর পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়, তাহলে প্রদত্ত নম্বরে যোগাযোগ করতে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমএমইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।