ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

হাজিদের নিয়ে দেশে বিমানের ২ ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
হাজিদের নিয়ে দেশে বিমানের ২ ফ্লাইট হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা-ফাইল ফটো

ঢাকা: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সোমবার (২৭ আগস্ট) সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি ফ্লাইটে ৯০৩ জন হাজি দেশে পৌঁছান।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে হাজিদের পরিবহন করা হচ্ছে। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার পর একটি ফ্লাইট ও আড়াইটার দিকে অপর একটি ফ্লাইটযোগে ৪১৯ জন করে হাজি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

বিমানের অপর দু’টি ফ্লাইট সন্ধ্যা ৬টায় ও রাত ১১টায় হাজিদের নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ বছর সৌদি এয়ারলাইন্সে ৬৩ হাজার ২৪০ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬২ হাজার ৮১০ জন হজের উদ্দেশে সৌদি আরবে যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শেষ করে ১৫ আগস্ট। আর সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শেষ করে ১৭ আগস্ট। অন্যদিকে যাত্রী সংকটের কারণে বিমানের ২০টি ফ্লাইট বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।