[x]
[x]
ঢাকা, শুক্রবার, ২ অগ্রহায়ণ ১৪২৫, ১৬ নভেম্বর ২০১৮
bangla news

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২২ আগস্ট 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১২ ৮:৫১:৫৪ এএম
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। ছবি: বাংলানিউজ

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২২ আগস্ট (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১২ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কক্সবাজার থেকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমও বাংলানিউজকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবে ২০ আগস্ট (মঙ্গলবার) পবিত্র হজ। ২১ আগস্ট দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদি সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, ১২ আগস্ট রোববার হবে জিলহজ মাসের প্রথম দিন।হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ বছরের ১২তম মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিনদিন ধরে পশু কোরবানি দেওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এসএম/এমএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইসলাম বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db