ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

রোজা অবস্থায় রক্ত দেওয়ার বিধান কী?

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জুন ১০, ২০১৮
রোজা অবস্থায় রক্ত দেওয়ার বিধান কী? অপার মহিমার রমজান

ঢাকা: অপার মহিমার মাস রমজান। আত্মশুদ্ধি-আত্মগঠনের এ মাসে মহান আল্লাহ তায়ালার সন্তোষ অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজান মাসকে সঠিকভাবে পালনে করণীয় ও বর্জনীয়সহ নানা বিষয়ে জানার থাকে মুসল্লিদের।

এজন্য মাহে রমজানে বাংলানিউজের বিশেষ আয়োজন ‘আপনার জিজ্ঞাসা’। এই আয়োজনের মাধ্যমে ([email protected] ঠিকানায় ইমেইল করে) পাঠক তার রমজান বিষয়ক প্রশ্ন করে জেনে নিতে পারেন উত্তর।

পবিত্র কোরআন ও হাদিস শরিফের আলোকে পাঠকের জিজ্ঞাসার উত্তর দেবেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা সেলিম হোসাইন আজাদী।

প্রশ্নকর্তা: মো. আক্কাস আলী, রাজবাড়ী।
প্রশ্ন: রোজা অবস্থায় রক্ত দেওয়ার বিধান কী?
উত্তর: রোজা অবস্থায় রক্ত দিলে রোজা নষ্ট হয় না। কারণ শরীর থেকে রক্ত বের হওয়া রোজা ভঙের কারণ নয়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) রোজা অবস্থায় শিঙ্গা
লাগিয়েছেন। সুতরাং রোজা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়া যাবে। তবে রক্ত দেওয়ার কারণে কারো
অবস্থা যদি এতই দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা হয় যে, সে রোজা পূর্ণ করতে পারবে না, তাহলে তার জন্য রক্ত দেওয়া মাকরুহ হবে। তাই এ ধরনের ব্যক্তি জরুরি প্রয়োজন ছাড়া দিনের বেলা রক্ত দেবে না।
(সহিহ বুখারি ১/২৬০; আলমুহিতুল বুরহানি ৩/৩৫৬; ফাতহুল কাদির ২/২৫৬; আলবাহরুর রায়েক
২/২৭৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৯)

প্রশ্নকর্তা: গোলাম আব্বাস, হাতিরপুর, ঢাকা।
প্রশ্ন: গাছের কাঁচা ডাল ও পানিতে ভেজানো ডাল দ্বারা মিসওয়াক করা যাকে কী?
উত্তর: গাছের কাঁচা ডাল দ্বারা বা পানিতে ভেজানো ডাল দ্বারা মিসওয়াক করা মাকরূহ নয়; বরং
জায়েজ। উরওয়া (রহ.) রোজা অবস্থায় তাজা মিসওয়াক ব্যবহার করে মিসওয়াকের সুন্নত আদায়
করতেন।

মুজাহিদ (রহ.) রোজা অবস্থায় তাজা মিসওয়াক ব্যবহার করাকে দোষের মনে করতেন না। সুফিয়ান
সাওরি (রহ.) থেকেও অনুরূপ মত বর্ণিত আছে।

জবাব প্রদানে: মাওলানা সেলিম হোসাইন আজাদী
লেখক: বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব; চেয়ারম্যান: বাংলাদেশ মুফাসসির সোসাইটি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।