ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ইসলাম

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আনন্দ ভ্রমণ ৬ জানুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আনন্দ ভ্রমণ ৬ জানুয়ারি বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আনন্দ ভ্রমণ ৬ জানুয়ারি

ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ আগামী ৬ জানুয়ারি শনিবার।

বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনভর এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।  

ইসলামী লেখক ফোরামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনন্দ ভ্রমণের নিবন্ধনের কাজ শেষ পর্যায়ে।

সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সুযোগ থাকবে না। নিবন্ধন ছাড়া কেউ ভ্রমণে অংশগ্রহণ করতে পারবেন না।  

সদস্যদের জন্য প্রতি বছর এমন ভ্রমণের আয়োজন করে থাকে ইসলামী লেখক ফোরাম। আনন্দ ভ্রমণে প্রত্যেক সদস্য সঙ্গে করে সদস্য নন এমন কোনো বন্ধুকে নিতে পারবেন।  

২০১৭ সালে গাজীপুরের ন্যাশনাল পার্কে দিনভর আয়োজন করা হয় এমন আনন্দ ভ্রমণের, যা লেখকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।  

আয়োজকরা জানান, এবারের আয়োজনেও থাকবে দিনভর প্রতিযোগিতা ও সাংস্কৃতিকমূলক নানা আয়োজন। এছাড়া ঐতিহ্যের নগরী পানামসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা থাকবে।  

ভ্রমণে অংশগ্রহণকারী সবার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আর প্রতিযোগিতায় বিজয়ীরাও পাবেন মূল্যবান পুরস্কার।  

নিবন্ধনের জন্য ০১৯১৪-৫৭৪০৪৭ ও ০১৬৭৬-৬৬৮৯০৮ নাম্বারে যোগাযোগ করতে হবে।  

এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। আর আয়োজন সহযোগী হিসেবে থাকছে আল নূর আলচারাল সেন্টার বাংলাদেশ, গহরপুরী ফাউন্ডেশন, আল ওয়াসি ট্রাভেলস ও মাকতাবাতুল হেরাসহ কয়েকটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।