ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ইসলাম

সৌদিতে মসজিদে যেতে দৃষ্টিহীনদের জন্য আলাদা ফুটপাত

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, জানুয়ারি ৮, ২০১৭
সৌদিতে মসজিদে যেতে দৃষ্টিহীনদের জন্য আলাদা ফুটপাত স্থাপিত পাতের ওপর ছড়ি রাখলেই বিশেষ সঙ্কেত প্রদানপূর্বক মসজিদে যেতে সহায়তা করবে রাস্তাটি

সৌদি আরবে মসজিদে যাওয়ার জন্য দৃষ্টিহীনদের জন্য আলাদা ফুটপাত নির্মাণ করা হয়েছে। এ ফুটপাত ধরে যে কোনো দৃষ্টিহীন খুব সহজে মসজিদে পৌঁছতে পারবেন। মাঝপথে রাস্তা হারানো কিংবা দুঘর্টনায় পতিত হওয়ার সম্ভাবনা নেই।  

প্রাথমিকভাবে একজন দৃষ্টিহীনের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটি আলাদা লেনের মাধ্যমে রাস্তা বানিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে।  

পরীক্ষামূলক বিশেষ ফুটপাতটি উত্তর সৌদি আরবের বুরাইদা অঞ্চলে নির্মাণ করা হয়েছে।


পরীক্ষামূলকভাবে ফুটপাতটি উত্তর সৌদি আরবের বুরাইদা অঞ্চলে নির্মাণ করা হয়েছে
এটা সফল হলে প্রকল্পটি বড় আকারে পরিচালনার ইচ্ছা রয়েছে।  

বড় রাস্তার পাশে উজ্জ্ব হলুদ রঙের বিশেষ পাত দিয়ে আলাদা করে ফুটপাতটুকু চিহ্নিত করে দেওয়া হয়েছে। পাতে স্থাপন করা রয়েছে বিশেষ ডিভাইস। স্থাপিত পাতের ওপর ছড়ি রাখলেই বিশেষ সঙ্কেত দিয়ে বা নির্দেশনা প্রদানপূর্বক মসজিদে যেতে সহায়তা করবে।

নির্দেশনার সাহয্যে যে কোনো দৃষ্টিহীন খুব সহজে নিরাপদে মসজিদে পৌঁছতে পারবেন।

-ইলমফিড.কম অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন [email protected]

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমএইউ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।