ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

ইসলাম

বার্মিংহামে প্রাচীন কোরআনের পান্ডুলিপির প্রদর্শনী শুরু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বার্মিংহামে প্রাচীন কোরআনের পান্ডুলিপির প্রদর্শনী শুরু

শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিলকৃত পবিত্র কোরআনে কারিমের প্রাচীন এক পান্ডুলিপির প্রদর্শনী শুরু হয়েছে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে। পবিত্র কোরআনের প্রাচীন ওই পান্ডুলিপির চারটি পাতা প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।

খবর দ্য গার্ডিয়ানের।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কোরআনে কারিমের ওই পান্ডুলিপি খুঁজে পাওয়া যায়। প্রায় এক শতাব্দীর বেশি সময় কোরআনের কপিটি লোকচক্ষুর অন্তরালে সেখানে পড়ে ছিল।

গতকাল (২ অক্টোবর, শুক্রবার) ওই প্রদর্শনীটি শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

প্রত্নতত্ব গবেষকদের ধারণা, কোরআনের ওই পান্ডুলিপিটি ১ হাজার ৩শ’ ৭০ বছর আগেরকার। ‘কার্বন ডেটিং’ পরীক্ষার মাধ্যমে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়কালে কেউ কোরআনের ওই পান্ডুলিপিটি লিখেছিলেন বলে ধারণা করছেন গবেষকরা।

আলোচিত কোরআনের ওই পান্ডুলিপিতে আরবি ভাষার আদি রূপ ব্যবহার করা হয়েছে। যা ইসলামের প্রথম দিকে আদি আরবিরা ব্যবহার করত।

আয়োজকদের প্রত্যাশা, প্রচুর মানুষ এই ঐতিহাসিক কোরআনের কপিটি দেখতে আসবেন।



বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।