ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

সৌদি গ্র্যান্ড মুফতির আহবান

হজ পালনের সময় রাজনীতি পরিহার করুন

মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
হজ পালনের সময় রাজনীতি পরিহার করুন মুফতি শায়খ আবদুল আজিজ আশ শায়খ / ছবি: সংগৃহীত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আশ শায়খ হজ পালনের সময় সব ধরনের রাজনীতি পরিহারের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, হজ পালনের সময় ঐক্য ও তাকওয়ার চেতনাকে অবশ্যই সমুন্নত রাখতে হবে।

এটাই হজের মূল দাবী। খবর আরব নিউজের।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রিয়াদের তুর্কি বিন আবদুল্লাহ জামে মসজিদে জুমার খুতবা প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

সৌদি গ্র্যান্ড মুফতি আরও বলেন, হজ অন্য কোনো আচার-অনুষ্ঠানের নাম নয়। এটা খেলা ও রাজনীতির মঞ্চ নয়। হজ একে অপরের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা কিংবা ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে পরস্পরকে বিভক্ত করার মাধ্যম নয়। হজ হলো- বিশ্বের মুসলমানদের এক হওয়ার সময়, ঐক্য প্রতিষ্ঠার মাধ্যম।

গ্র্যান্ড মুফতি এ সময় মক্কা শরিফসহ হজের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের স্থানসমূহে সব ধরনের অযাচিত কাজ থেকে হজপালনকারীদের বিরত থাকার অুনরোধ করেন। সেই সঙ্গে ওইসব স্থানে দায়িত্বপালনরত ব্যক্তিদের ধৈর্য্যসহকারে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেন।

মুফতি শায়খ আবদুল আজিজ বলেন, ইসলামপূর্ব যুগের মানুষরা দলবেঁধে আত্মীয়-স্বজনসহ হজ পালন করতে আসত। হজে এসে নিজেদের আত্মগরিমা প্রকাশ ও বংশ মর্যাদার গুণকীর্তন করে আসর জমিয়ে আলোচনা করত, কবিতা আবৃত্তি করত। ইসলাম এসে জাহেলি যুগের ওই প্রথা বন্ধ করে দেয়। এখন অবশ্য সরাসরি ওই প্রথা নেই, তবে রয়ে গেছে রাজনীতি চর্চার নামে নিজের মতবাদ, বিশ্বাস ও আদর্শ নিয়ে আলাপ-আলোচনা এবং তর্ক-বিতর্ক করার সুযোগ। আর এসব আলোচনা ধীরে ধীরে মানুষের মাঝে বিভেদের দেয়াল সৃষ্টি করে। হজপালন করতে এসে ইবাদতে মশগুল না থেকে এমন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত থাকা চরম বোকামী। তাই এসব আমাদের পরিহার করতে হবে।

তিনি বলেন, হজ হলো- ঐক্যবদ্ধ হওয়ার সময়, পরস্পরে সহযোগিতা-সম্প্রীতি বৃদ্ধির সময়, ধর্মের বিধান ও শিক্ষা সমুন্নত করার সময়। জীবনের ভুল ও পাপগুলো মার্জনা করানোর এবং তওবা করার সময়। এমন সুযোগ জীবনে বারবার আসে না।

সৌদির সর্বজন মান্য এই মুফতি হজপালনকারীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মশগুল থাকার উ‍ৎসাহ দিয়ে বলেন, একনিষ্ঠভাবে আল্লাহকে স্মরণ করুন, ইসলামি বই-পুস্তক অধ্যয়ন করুন, মসজিদে হারামের জামাতে শরিক হওয়ার চেষ্টা করুন, বেশি বেশি তাওয়াফ করুন, সব ধরণের অজ্ঞতা-মূর্খতা ও গোড়ামী দূরে থাকুন। মনে রাখবেন, আমরা মুসলমান। আমরা এক উম্মাহভুক্ত। আমাদের আল্লাহ একজন, আমাদের নবী মুহাম্মদ (সা.)। তাহলে আমাদের মাঝে বিভাজন কেন?



বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমএ/

** সৌদি আরব পৌঁছেছেন আট লাখ হজযাত্রী
** হজ কবুলের জন্য পালনীয় বিষয়সমূহ
** ১২০ কেজি স্বর্ণ দিয়ে কাবার নতুন গিলাফ
** এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ সালমান
** হজ : তাওহিদবাদী বিশ্বমানবের ঐক্য
** পবিত্র কাবা শরিফের ক্যালিগ্রাফি
** পবিত্র কাবা নির্মাণের সময় যেসব দোয়া কবুল হয়েছিল
** ঋণগ্রস্ত ব্যক্তি কী হজপালন করতে পারবেন?
** প্রিয়নবীর হাতেগড়া যে মসজিদ
** হজ পালনের সময় সেলফি তোলা হারাম
** এবার মাত্র ২ লাখ সৌদি বাসিন্দা হজের সুযোগ পাচ্ছেন
** তিন মিটার উঁচুতে ভাঁজ করে রাখা হলো কাবার গিলাফ
** হাজিদের জন্য খুলে দেওয়া হচ্ছে মসজিদে হারামের দুই শতাধিক দরজা
** পৃথিবীর বড় ঘড়ি মক্কা ঘড়ি
** হজের সময় দোয়া কবুলের স্থানসমূহ
** হজের কোরবানির পশুর দাম নির্ধারণ
** শারীরিকভাবে সামর্থ্য থাকা অবস্থায়ই হজে যাওয়া উচিত
** কবুল হজের বিনিময় নিশ্চিত জান্নাত
** রিকশা চালিয়ে হজের টাকা জোগাড়
** পবিত্র কাবা শরিফের মর্যাদা
** হজে যাওয়ার আগে বান্দার হক পূরণ করে যেতে হবে
** হজের সফরে মৃত্যুবরণকারীর মর্যাদা
** পকেটমারতে হজে যাওয়া, এ লজ্জা রাখি কোথায়?
** হারাম শরিফে নামাজ ও তাওয়াফের ফজিলত
** হজের সফরে খরচের প্রতিদান ব্যয় অনুপাতে প্রদান করা হবে
** হজযাত্রীদের জন্য যা জানা জরুরি
 
** মক্কা শরিফের দর্শনীয় কিছু স্থান
** কবুল হজের জন্য যে আমল বেশি বেশি করা দরকার
** হজ ফরজ হওয়ার শর্ত ও প্রকারসমূহ
** বদলি হজ আসলে কী?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।