ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

আফ্রিকার দেশ ঘানায় ছড়িয়ে পড়ছে কোরআনের আলো

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আফ্রিকার দেশ ঘানায় ছড়িয়ে পড়ছে কোরআনের আলো

ঘানা (Ghana) পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। ঘনবসতিপূর্ণ এই দেশটিতে একশ’রও বেশি জাতির লোকের বাস।

কিন্তু অন্যান্য আফ্রিকান দেশগুলোর মতো এখানে দেশ বিভাজনকারী জাতিগত সংঘাত তেমন মাথাচাড়া দিয়ে ওঠেনি।

আক্রা দেশের বৃহত্তম শহর ও রাজধানী। ইংরেজি সরকারি ভাষা হলেও বেশিরভাগ ঘানাবাসী কমপক্ষে একটি আফ্রিকান ভাষায় কথা বলতে পারেন।  

২৩৮,৫৩৫ বর্গকিলোমিটার আয়তনের ঘানা জনসংখ্যার দিক দিয়ে ৪৭তম। ঘানায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা শতকরা ৭১ ভাগের বেশি। মুসলিম ধর্মাবলম্বীর পরিমাণ ১৮ শতাংশ। তবে ঘানায় কোনো ধর্মীয় সংঘাত নেই।

সেই ঘানায় কোরআন শিক্ষার অালোকে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামিক স্কুল। কাতারের ‘শেখ ঈদ’ দাতব্য সংস্থার সহযোগিতায় এসব কোরআনিক স্কুল চালু হচ্ছে।

অবশ্য এর আগে কাতারের ‘আবদুল্লাহ বিন খলিফা’ ইসলামিক কেন্দ্র এবং দাতব্য সংস্থার সহযোগিতায় ঘানায় কিছু ইসলামিক স্কুল পরিচালিত হয়ে আসছে।

এসব স্কুল প্রতিষ্ঠার মূল্য উদ্দেশ্য হচ্ছে, ঘানার অনগ্রসর মুসলমানদের সহিহশুদ্ধভাবে কোরআন শিখানো এবং ইসলামি জীবনাচার সম্পর্কে অবগত করা। ইসলাম শান্তির ধর্ম এ বাণী সবার মাঝে পৌছেঁ দেয়া।

প্রতিটি স্কুল ৪০০ মিটার জমির ওপর নির্মাণ করা হবে। স্কুল প্রতি ব্যয় হবে ২ লাখ ৮৭ হাজার কাতারি রিয়াল।

-অন ইসলাম অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘন্টা, আগস্ট ২০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।