ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ইসলাম

সৌদি ত্যাগ করতে মাত্র ৫ দিন সময় পাচ্ছেন ওমরার যাত্রীরা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
সৌদি ত্যাগ করতে মাত্র ৫ দিন সময় পাচ্ছেন ওমরার যাত্রীরা

চলতি বছর ওমরা করতে যাওয়া হাজীদের আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। অর্থাৎ সৌদি ত্যাগ করতে আর মাত্র ৫ দিন সময় পাচ্ছেন ওমরার যাত্রীরা।



ইতোমধ্যেই ওমরার যাত্রীদের প্রায় ৯০ শতাংশ নিজ নিজ দেশে ফিরে গেছেন। এ বছর রমজানে ৫৩ লাখের বেশি লোক ওমরা করার জন্য সৌদি আরব যান। এর মধ্যে ৩৩ লাখের বেশি ওমরা যাত্রী সৌদি আরব ত্যাগ করেছেন। এখন বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে নিজ নিজ দেশে ফেরতগামী ওমরা যাত্রীদের প্রচণ্ড ভীড়। সৌদি কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে আজ (২৬ জুলাই) আরব নিউজ অনলাইন।

খবরে বলা হয়েছে, কিং আবদুল আজিজ বিমান বন্দরের পরিচালক আবদুল হামেদ আবা আল-উরি জানিয়েছেন, রমজানে ৩৩ হাজার ফ্লাইটে ৫০ লাখেরও বেশি ওমরা যাত্রী সৌদি আরব আসেন। সৌদি হজ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। ফলে পরশু শুক্রবার জুমার দিন মসজিদুল হারামে ভীড় অনেকটাই কম ছিল।

মসজিদুল হারামাইনের ব্যবস্থাপনা কমিটির প্রধান আবদুর রহমান আল সুদাইসি বলেছেন, শুক্রবার মুসল্লিরা স্বাচ্ছন্দে জুমার নামাজ আদায় করতে পেরেছেন। এবারের রমজানে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি ওমরা যাত্রীর সমাগম ঘটেছিল। তারা সবাই অত্যন্ত সুন্দরভাবে ওমরার কাজ সম্পন্ন করতে পেরেছেন।

মসজিদুল হারামের নিরাপত্তা পরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ আল আহমাদি বলেছেন, নিরাপত্তা বিভাগ রমজানে তাদের নিরাপত্তা পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা রমজানে অতিরিক্ত সময় দিয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করেছি। এখন আমরা আমাদের নিয়মিত কাজে ফিরে যাচ্ছি। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ থেকে প্রায় ৯০ ভাগ ওমরা যাত্রী চলে গেছেন।

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র হাতিম কাদি জানান, রমজানে ওমরা করতে সৌদি আরব এসেছেন ৫৩ লাখ ৮৪ হাজার ৯শ’ ৪৩ জন যাত্রী। তবে ওমরার ভিসা ইস্যু করা হয়েছিল এর চেয়ে বেশি। পবিত্র রমজান শেষে ওমরা সম্পন্ন করে এ পর্যন্ত ৩৩ লাখ ১ হাজার ২৬ জন যাত্রী মক্কা-মদিনা ত্যাগ করেছেন। তিনি আরো জানান, ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ সময়সীমা হচ্ছে আগামী ৩১ জুলাই।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘন্টা, জুলাই ২৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।