ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বেদেদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
বেদেদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

ঢাকা: সমাজের অবহেলিত বেদে সম্প্রদায়ের লোকদের নিয়ে এক অনন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার (২০ জুলাই) মুন্সীগঞ্জের লৌহজংয়ের কণকসার বাজার বেদেপল্লীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ ও লেখক মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আখতার ইউসুফ।

বক্তৃতা করেন কাউন্সিলর সাহেব আলী, ক্বারী ওবায়দুল হক, সরদার আলী আশরাফ, মাওলানা মোহাম্মদ মূসা, সাকির হোসেন শিবলী প্রমুখ ।

অনুষ্ঠানে বেদে সম্প্রদায়ের প্রতিনিধিরা সমাজে তাদের অবহেলা-অবজ্ঞার কথা তুলে ধরেন।

মঙ্গলবার (২১ জুলাই) সৈয়দ আখতার ইউসুফের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।