bangla news

নবী করিম (সা.)-এর ওসিয়তকৃত দোয়া

1938 |
আপডেট: ২০১৫-০৬-২৯ ৭:৪৬:০০ এএম

হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) বর্ণনা করেন, একদা নবী করিম (সা.) আমার হাত ধরে বললেন, হে মুয়াজ! আল্লাহর কসম! আমি তোমাকে ভালোবাসি। হে মুয়াজ! আল্লাহর কসম! আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ওসিয়ত করছি।

হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) বর্ণনা করেন, একদা নবী করিম (সা.) আমার হাত ধরে বললেন, হে মুয়াজ! আল্লাহর কসম! আমি তোমাকে ভালোবাসি। হে মুয়াজ! আল্লাহর কসম! আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ওসিয়ত করছি। প্রত্যেক নামাজের পর এ দোয়াটি তুমি অবশ্যই বলবে। কখনো ছাড়বে না-

اللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

উচ্চারণ : আল্লাহুম্মা আয়িন্নী আলা জিকরিকা ওয়া শোকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। -আবু দাউদ: ১৫২৪

অর্থ : হে আল্লাহ! তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা আদায় করার এবং সুন্দরভাবে তোমার ইবাদত করার তওফিক আমাকে দান কর।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘন্টা, জুন ২৯, ২০১৫
এমএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইসলাম বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2015-06-29 07:46:00