ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ইসলাম

সেনাবাহিনীর কেরাত ও আজান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাভার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
সেনাবাহিনীর কেরাত ও আজান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাভার

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল কেরাত ও আজান প্রতিযোগিতা-২০১৫’ এ চ্যাম্পিয়ন হয়েছে সাভার অঞ্চল।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ঢাকা সেনানিবাসের সিগন্যাল ব্রিগেড মসজিদে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় মোট ১৪টি দল অংশ নেয়।

এতে সাভার অঞ্চল চ্যাম্পিয়ন ও রংপুর অঞ্চল রানার আপ হয়।

সমাপনী অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রবিউল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
 
এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এসএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।