ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

দ্বিতীয় পর্বের ইজতেমায় জড়ো হচ্ছেন মুসল্লিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
দ্বিতীয় পর্বের ইজতেমায় জড়ো হচ্ছেন মুসল্লিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

টঙ্গীর তুরাগ তীর থেকে: টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবারের (১৬ জানুয়ারি) এ পর্বে যোগ দিতে ৩৩ জেলার লাখো মুসল্লি ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন ইজতেমা ময়দানে।



রোববার (১৮ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।

জানা গেছে, দ্বিতীয় পর্বের জন্য বিশ্ব ইজতেমা ময়দানকে ৩৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। এসব খিত্তায় দেশের ৩৩টি জেলার ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান নিয়েছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ময়দানের ১-২ নং খিত্তায় নারায়ণগঞ্জ জেলা, ৩-৪ নং খিত্তায় ঢাকা, ৫ নং খিত্তায় কক্সবাজার, ৬ নং খিত্তায় মানিকগঞ্জ, ৭ নং খিত্তায় পিরোজপুর, ৮ নং খিত্তায় পটুয়াখালী, ৯/১ ও ৯/২ নং খিত্তায় টাঙ্গাইল, ১০/১ ও১০/২ নং খিত্তায় জামালপুর, ১১ নং খিত্তায় বরিশাল, ১২ নং খিত্তায় নেত্রকোনা, ১৩ নং খিত্তায় কুমিল্লা, ১৪ নং খিত্তায় মেহেরপুর, ১৫ ঝিনাইদহ,  ১৬-১৮ নং খিত্তায় ময়মনসিংহ, ১৯ নং খিত্তায় লক্ষ্মীপুর, ২০ নং খিত্তায় ব্রাহ্মণবাড়িয়া, ২১ নং খিত্তায় কুড়িগ্রাম, ২২ নং খিত্তায় বগুড়া, ২৩ নং খিত্তায় পঞ্চগড়, ২৪ নং খিত্তায় চাঁপাইনবাবগঞ্জ, ২৫ নং খিত্তায় নীলফামারী, ২৬ নং খিত্তায়  নোয়াখালী, ২৭ নং খিত্তায় ঠাকুরগাঁও, ২৮ নং খিত্তায় পাবনা, ২৯ নং খিত্তায় নওগাঁ, ৩০-৩১ নং খিত্তায় মুন্সীগঞ্জ, ৩২ নং খিত্তায় মাদারীপুর, ৩৩ নং খিত্তায় গোপালগঞ্জ, ৩৪ নং খিত্তায় সাতক্ষীরা, ৩৫ নং খিত্তায় মাগুরা, ৩৬ নং খিত্তায় কুষ্টিয়া, ৩৭ নং খিত্তায় সুনামগঞ্জ, ৩৮ নং খিত্তায় খুলনা ও ৩৯ নং খিত্তায় মৌলভীবাজার জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।

এর আগে, গত ৯ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সেই পর্ব। প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

** দ্বিতীয় পর্বের ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।