ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

হজ ও ওমরাহ মেলা শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
হজ ও ওমরাহ মেলা শুরু শুক্রবার ছবি: রেহানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী শুক্রবার (২ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী অষ্টম হজ্জ ও ওমরাহ মেলা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ হজ ফেয়ার শুরু করতে যাচ্ছে।

মঙ্গলবার (৩০) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে হাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন হাবের সভাপতি ইব্রাহিম বাহার। তিনি জানান, এ মেলার উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হজ এজেন্সির সঙ্গে হজ করতে ইচ্ছুকদের পরিচয় হওয়ার সুযোগও থাকবে এ মেলায়।

তিনি জানান, হজ ব্যবস্থার আধুনিকায়ন করতে মধ্যস্বত্বভোগী দালাল ও কাফেলামুক্ত হজ ব্যবস্থায় আমরা কাজ করে যাচ্ছি। হজযাত্রীরা হজের বিভিন্ন নিয়মসহ আনুষঙ্গিক তথ্য এই মেলা থেকে জানতে পারবেন। এতে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখের মধ্যে হজযাত্রীদের রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে। গত ১৫ ডিসেম্বর থেকে অনলাইনে এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ জুন প্যাকেজের সব টাকা পরিশোধ করতে হবে। বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের হজ চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে ২২ সেপ্টেম্বর। এ লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে হজ মেলার আয়োজনের প্রস্তুতি চলছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এসময় উপস্থিত ছিলেন হাবের সহসভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, মহাসচিব শেখ আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব ফরিদ আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।