ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

ইজতেমায় দ্বিতীয় পর্বে ১৪ যুগলের বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
ইজতেমায় দ্বিতীয় পর্বে ১৪ যুগলের বিয়ে

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৪টি বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বাদ আছর বিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এসব বিয়ে পড়ান ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।

নিজামুদ্দিনের অনুসারী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ২৮ জন পুরুষ ও নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। বাদ আছর বিয়ের আয়োজন করা হয়। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।