ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইতালিতে ভূমিধসে ৭ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
ইতালিতে ভূমিধসে ৭ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইসচিয়ায় ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

এ অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ইসচিয়া দ্বীপে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নবজাতক এবং দুই শিশুও রয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই।

তীব্র ঝড়বৃষ্টিতে ইতালির দ্বীপ ইসচিয়ায় গত শনিবার ভূমিধসের ঘটনা ঘটে। ওইদিন ভোরের দিকে উপকূলীয় দ্বীপ ইসচিয়ার সবচেয়ে বড় পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটে। পাথর ও কাদামাটির তোড়ে গাছপালা, ভবন ও গাড়ি ভেসে যায়।

বেসামরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি বলেছেন, মন্ত্রিসভার বৈঠক শেষে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ ইউরোর ত্রাণ তহবিলের প্রথম কিস্তি ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

দুইশোর-ও বেশি উদ্ধারকারী এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন। অন্যদিকে শত শত স্বেচ্ছাসেবক হাঁটু পর্যন্ত কাদায় নেমে শহরের রাস্তাগুলো পরিষ্কার করছেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২ 
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।