ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

রাশিয়া মানুষকে বিদ্যুৎ-পানি ছাড়া থাকতে বাধ্য করেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
রাশিয়া মানুষকে বিদ্যুৎ-পানি ছাড়া থাকতে বাধ্য করেছে: জেলেনস্কি

রাশিয়াকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ জন্য অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (২৩ নভেম্বর) ভিডিওলিংকের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণে তিনি বলেন, রাশিয়ার ‘সন্ত্রাস সূত্র’ শূন্য ডিগ্রির নিচের ঠাণ্ডায় ইউক্রেনের লাখ লাখ মানুষকে বিদ্যুৎ, উষ্ণতা ও পানি সরবরাহ ছাড়া থাকতে বাধ্য করেছে।

এদিকে ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। হামলার পর দেশটিজুড়ে ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছে।

ইউক্রেন বলছে, সর্বশেষ হামলায় এক নবজাতক অন্তত সাতজন নিহত হয়েছেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে।

ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন তিনটি প্ল্যান্ট গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া জাপোরিঝিয়া প্ল্যান্টে কুলিং সিস্টেম ও সেখানকার মূল সুরক্ষা সরঞ্জামগুলো চালু রাখতে কর্তৃপক্ষ আবারও ডিজেল জেনারেটরের ওপর নির্ভর হতে বাধ্য হয়।

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে করে  যুদ্ধবিধ্বস্ত দেশটির বিশাল এলাকা অন্ধকারছন্ন হয়ে পড়ে। হামলার প্রভাব পড়ে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মলদোভায়ও। সেখানকার কিছু এলাকায়ও বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১২১০, নভেম্বর ২৪, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।