ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৮

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৮

যান্ত্রিক ত্রুটির কারণে কলম্বিয়ায় ছোট আকারের একটি প্লেন দুর্ঘটনায় আট আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু।

 

এনডিটিভি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে।

কলম্বিয়ার স্থানীয় সময় সোমবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়ন করে।

এরপর প্লেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। প্লেনটিকে বিমানবন্দরে ফেরত আসতে বলা হলেও তা সম্ভব হয়নি। কলম্বিয়ার মেডিলিন শহরের একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় এটি। ওই সময় আকাশে কালো ধোঁয়া দেখা যায়।

এ বিষয়ে মেডিলিন শহরের মেয়র ড্যানিয়েল কুয়েনতিরো এক টুইট বার্তায় জানান, প্লেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের সহযোগিতা করবে।  

প্লেনটি যে ভবনে বিধ্বস্ত হয়েছে, সেখানকার কোনো বাসিন্দার ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।