ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নেভাদায় জয়: সিনেট নিয়ন্ত্রণে ডেমোক্রেটিক পার্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
নেভাদায় জয়: সিনেট নিয়ন্ত্রণে ডেমোক্রেটিক পার্টি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নেভাদা অঙ্গরাজ্যে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এর মাধ্যমে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো প্রেসিডেন্ট জো বাইডেনের দল।

শনিবার নেভাদায় মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনায় জয়ী হন ডেমোক্রেটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তো। ফলে আগামী দুই বছরের জন্য সিনেট নিয়ন্ত্রণ করবে দলটি। বর্তমানে সিনেটে ডেমোক্রেটদের দখলে ৫০টি আসন, রিপাবলিকানদের ঘরে ৪৯টি।

রোববার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি (এপি) এক প্রতিবেদনে জানায়, শনিবার গভীর রাতে পশ্চিমাঞ্চলীয় রাজ্যে ডেমোক্রেটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তোকে বিজয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ। আসনটিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেছিলেন রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্টেরকে।

সিনেটের ভোট গণনায় এখন পর্যন্ত ৫০ আসন নিয়ে এগিয়ে আছে ডেমোক্রেট। বাকি রইল জর্জিয়ার ফলাফল। কিন্তু অঙ্গরাজ্যটিতে সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। তাই আগামী ৬ ডিসেম্বরে অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় দফা ভোট হবে।

তবে, যেহেতু নেভাদায় বাইডেনের দল জয়ী, সে হিসেবে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে তাদের।

এপি জানিয়েছে, নেভাদায় ক্যাথরিন কর্টেজ মাস্তো পেয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৬৬১ ভোট। গড় হিসেবে ৪৮ দশমিক ৭ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডাম ল্যাক্সাল্টের পেয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৬৭৯ ভোট। গড় হিসেবে ৪৮ দশমিক ২ শতাংশ।

গত শুক্রবার (১১ নভেম্বর) রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্রেট সিনেটর প্রার্থী মার্ক কেলি জয় পান। নব নির্বাচিত সিনেট আগামী ৩ জানুয়ারি শপথ নেবে।

সিনেটে জয় পেলেও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পিছিয়ে আছে ডেমোক্রেটিকরা। তারা এখন পর্যন্ত ২০৪টি আসন পেয়েছে। এগিয়ে থাকা রিপাবলিকানদের হাতে ২১১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।