ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী নারী গভর্নর হিলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী নারী গভর্নর হিলি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল মউরা হিলি। তিনি রাজ্যটির প্রথম নারী এবং দেশের প্রথম সমকামী নারী গভর্নর।

খবর গার্ডিয়ানের।  

মউরা হিলি রিপাবলিকান প্রার্থী জিওফ দিয়েলকে পরাজিত করেছেন। নির্বাচনে জিওফ সমর্থন পেয়েছিলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

জয়ী হওয়ায় চার্লি বেকারের স্থলাভিষিক্ত হবেন হিলি। ২০১৫ থেকে ম্যাসাচুসেটসের গভর্নরের পদে আছেন চার্লি বেকার, যিনি এবার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

৮ নভেম্বর যুক্তরাজ্যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের ১০০টি আসনে মধ্যে ৩৫টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও নির্বাচন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।