ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জোড়া বিস্ফোরণে সোমালিয়ায় নিহত অন্তত ১০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
জোড়া বিস্ফোরণে সোমালিয়ায় নিহত অন্তত ১০০

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জোড়া গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট

খবরে বলা হয়, রোববার (৩০ অক্টোবর) সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এক বিবৃতিতে গাড়িবোমা বিস্ফোরণ ও এ ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আল শাবাব নামে একটি জঙ্গি সংগঠন সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটায় বলে তিনি বিবৃতিতে দাবি করেছেন।

রোববারের জোড়া বোমাহামলায় শিক্ষা ভবন ও কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় নিহতদের মধ্যে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাও রয়েছে।

হাসান শেখ মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শনের পর সোমালিয়ার জনগণকে আশ্বস্ত করেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় অক্টোবরে হামলার পুনরাবৃত্তি আর হবে না। এ হামলার মাধ্যমে জঙ্গি সংগঠনের দিক থেকে বার্তা দেওয়া হয়েছে, তারা এখনও বেঁচে আছে, যেখানে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে তারা পরাজিত হয়েছে।

এর আগে গত আগস্টে মোগাদিশুতে একটি হোটেল হামলার ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হন। তারপরই ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে মোহাম্মদের সরকার যুদ্ধ ঘোষণা করেন।

আফ্রিকান ইউনিয়ন সমর্থিত সোমালিয় সরকারের বিরুদ্ধে প্রায় ১৫ বছর ধরে লড়াই করে যাচ্ছে আল শাবাব। সংগঠনটি মধ্য ও দক্ষিণ সোমালিয়ার বিরাট অংশ নিয়ন্ত্রণ করে থাকে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আল-কায়দার অনুসারী হিসেবে পরিচিত আল শাবাবের সঙ্গে সোমালিয় কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০১৭ সালে একই স্থানে বোমায় হামলায় ৫০০ জনেরও বেশি নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।