ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আর বিয়ের অনুষ্ঠান দেখতে চায় না এই গ্রামের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
আর বিয়ের অনুষ্ঠান দেখতে চায় না এই গ্রামের বাসিন্দারা

বিয়ের অনুষ্ঠান, ছুটির দিনে পার্টি করার জন্য প্রসিদ্ধ যুক্তরাজ্যের নর্থ নরফোক জেলার দ্য ওক্সনেড হল। তবে এই সব অনুষ্ঠানের কারণে পরিবেশ দূষিত হওয়ায় ওক্সনেড গ্রামের মানুষ আর বিয়ের সেখানে আর বিয়ের অনুষ্ঠান দেখতে চায় না।

গ্রামবাসীদের অভিযোগ, অনুষ্ঠানে আসা অতিথিরা তাদের বাগানগুলোতে প্রস্রাব করে সেগুলো নষ্ট করে দেন। এরইমধ্যে ওই গ্রামে একটি বোর্ড টাঙিয়ে লেখা হয়েছে, ওক্সনেডে বর ও কনেদের স্বাগত জানানো হবে না। যথেষ্ট বিয়ে হয়েছে আর না।

গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠানের সময় উচ্চ শব্দের গানের কারণে তাদের রাত জাগতে হয়।  

১৬ শতকে তৈরি হওয়া নরফোক হলে একসময় স্থানীয়ভাবে বিখ্যাত প্যাস্টন পরিবার থাকত।  এখন খাদ্য কোম্পানি ফোর্টনাম অ্যান্ড মেসনের সাবেক পরিচালক বেভারলি অ্যাসপিনালের আবাসস্থল এটি। বেশ কয়েক বছর ধরে এখানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।  

সূত্র: টেলিগ্রাফ

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
ইআর

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।