ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনে বেসামরিক গাড়িবহরে হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
ইউক্রেনে বেসামরিক গাড়িবহরে হামলা, নিহত  ২৩

জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলার কমপক্ষে ২৩ জন মারা গেছেন। এমন অভিযোগ এনেছে ইউক্রেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

রাশিয়ার পক্ষ থেকে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।  ক্রেমলিনপন্থী একজন কর্মকর্তা এই হামলার জন্য কিয়েভকে দায়ী করেছেন।  

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ চালানোর অভিযোগ তুলে ভ্লাদিমির রোগভ নামের ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, রাশিয়ান সেনাদের গোলাবর্ষণে যা ঘটেছে বলে কিয়েভের শাসক তুলে ধরার চেষ্টা করছে তা আসলে একটি জঘন্য উস্কানি।

জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার স্টারুক বলেছেন, হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই বেসামরিক লোক, স্থানীয় মানুষ বলেও জানিয়েছেন তিনি।  

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের অন্যতম শিল্পকেন্দ্র জাপোরিঝিয়া বর্তমানে ইউক্রেনীয় নিয়ন্ত্রণে রয়েছে।  বর্তমানে এই অঞ্চলটি প্রায়ই রাশিয়ার রকেট হামলার শিকার হচ্ছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
ইআর

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।