ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাকিস্তানে দুই মেজরসহ ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাকিস্তানে দুই মেজরসহ ৬ সেনা নিহত

পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন মেজর পদের কর্মকর্তা।

পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও তাদের অনলাইন মাধ্যমে সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবরে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে ‘ফ্লাইং মিশন’ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলছে, ফ্লাইং মিশন চলাকালীন বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই মেজরসহ ছয় সেনা কর্মকর্তা নিহত হন।

নিহতরা হলেন- মেজর খুররম শাহজাদ (৩৯), মেজর মুহাম্মদ মুনিব আফজাল (৩০), সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), সিপাহী মুহাম্মদ ইমরান (২৭), নায়েক জলিল (৩০) ও সিপাহী শোয়েব (৩৫)।

সূত্র: জিও নিউজ

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।