ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

১৪ বছর পর বৈঠকে ইসরায়েল-তুরস্ক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, সেপ্টেম্বর ২১, ২০২২
১৪ বছর পর বৈঠকে ইসরায়েল-তুরস্ক  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সভায় অংশ নেওয়ার সময় সাইডলাইন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। মঙ্গলবার ( ২০ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 ২০০৮ সালের পর দু’দেশের নেতাদের এটাই ছিল প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক।   ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।  

ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বের জেরে তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সম্প্রতি দেশ দুটির নেতাদের মধ্যে এক ধরনের সখ্যতা তৈরি হয়েছে।  

গত আগস্টে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইসরায়েল ও তুরস্ক।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইসরায়েল ও তুরস্কের শীর্ষ নেতাদের মধ্যে জ্বালানি নিয়ে আলোচনা হয়।  ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ২০১৪ সালে গাজায় সংঘাতের সময় আটক দুই সেনাসহ ৪ নাগরিককে  ফিরিয়ে দেওয়ার জন্য তুরস্কের কাছে দাবি জানায় ইসরায়েল।  

ন্যাটো-সদস্য তুরস্ক  গাজার শাসকগোষ্ঠী হামাসের সদস্যদের সমর্থন দিয়ে আসছে। যেখানে ইসরায়েলসহ বেশিরভাগ পশ্চিমা দেশ সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে হামাসকে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২.
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।