ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পানশিরে তালেবানের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৪০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
পানশিরে তালেবানের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৪০ 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে পানশিরে ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের সঙ্গে সংঘর্ষে চার জন কমান্ডারসহ ৪০ বিদ্রোহী নিহত হয়েছে।  

বিদ্রোহীরা বলছে, ওই এলাকায় অভিযানের সময় তালেবানের সঙ্গে তাদের এই সংঘর্ষ হয়।

তবে তালেবানের পক্ষ থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ার কথা অস্বীকার করা হয়েছে। গোষ্ঠীটির দাবি, পুরো দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।  

২০২১ সালের সেপ্টেম্বরে কাবুল দখল করে তালেবান। ওই সময় তালেবান বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) পানশিরে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।  

এনআরএফ-এর বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান আলী নাজরি বলেন, আমাদের বাহিনীর একটি ছোট দল তালেবানদের হাতে নিহত হয়েছে। আমাদের বাহিনী শেষ বুলেট পর্যন্ত তুমুল লড়াই করেছে।

এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) একটি টুইট বার্তায় বলেন, পানশি প্রদেশের রেখা, দারা এবং আফসার এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে চার কমান্ডারসহ ৪০ জন নিহত হয়েছে এবং আরও ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
ইআর


  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ