ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যা: ড্রেনে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
শ্রীলঙ্কায় বন্যা: ড্রেনে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম অঞ্চলের কুরুনেগালার ওয়েহেরাতে ড্রেনে আটকা পড়ে এক স্কুল ছাত্রের (১৪) মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ফার্স্ট নিউজ।

খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। ওই স্কুলছাত্র বাড়ি ফেরার পথে বন্যার পানিতে তলিয়ে যায়। পরে ভাসতে ভাসতে একটি ড্রেনে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত স্কুলছাত্র কুরুনেগালার মালিয়াদেব কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। স্থানীয় সরকারি সংস্থা থেকে তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এনএইচআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।