ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দেয়ালে প্রস্রাব করায় কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, আগস্ট ১৩, ২০২২
দেয়ালে প্রস্রাব করায় কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা!  যুবককে কুপিয়ে হত্যা

দেয়ালে প্রস্রাব করায় ভারতের দিল্লির একটি ব্যস্ত মার্কেটে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১১ আগস্ট) এ ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ( ১৩ আগস্ট) দিল্লি পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মায়াঙ্ক নামের ওই যুবক হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থী। দেয়ালে প্রস্রাব করার ঘটনায় অভিযুক্তদের একজনের মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওই সময় মনিষ নামের এক যুবক তার বন্ধুদের নিয়ে মায়াঙ্ক ও তার বন্ধুকে ধাওয়া করে।  

মায়াঙ্ক দিল্লির মালব্য নগরে ডিডিএ মার্কেটে মায়াঙ্ককে ধরে ফেলে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় মায়াঙ্ক ও তার বন্ধুরা।  
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  

অভিযুক্তরা হলেন, মনিষ, রাহুল, আশীষ ও সুরাজ। এরা সবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।