ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানের বন্যায় নিহত ২৪, নিখোঁজ ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
ইরানের বন্যায় নিহত ২৪, নিখোঁজ ১৯ 

ইরানের রাজধানী তেহরানে দুদিনের আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন।

কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার ( ২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

একটি বিবৃতিতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়, তেহরানের পূর্বে ফিরোজকৌহ, রুদেহেন এবং দামাভান্দ অঞ্চলে ও পশ্চিমে এমামজাদেহ দাউদ গ্রামে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় ২৪ জন মারা গেছেন। আরও ১৯ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।  

তেহরানের গভর্নর মোহসেন মনসৌরি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ফিরোজকৌহতে ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১২ জন। সেখানে ১৬ জন নিখোঁজ রয়েছেন।  

সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।

গত এক দশকে বারবার খরার মুখে পড়েছে ইরান। একই সঙ্গে কয়েক বছর ধরে সেখানে নিয়মিত আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হচ্ছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময় : ২১৪৮ ঘণ্টা, ২৩ জুলাই, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।