ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

জেলেদের জালে তিমির বমি, দাম ২৮ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
জেলেদের জালে তিমির বমি, দাম ২৮ কোটি রুপি প্রতীকী ছবি

ভারতের কেরালা রাজ্যের ভিজিনজাম এলাকার মৎস্যজীবীরা শুক্রবার (২২ জুলাই) মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন।  

তাদের জালে ধরা পড়ে মহামূল্যবান বিলুপ্তপ্রায় তিমির বমি।

যার ওজন প্রায় ২৮ কেজি ৪০০ গ্রাম। আন্তর্জাতিক বাজারের সেই বমির দাম প্রায় ২৮ কোটি রুপি। যদিও উদ্ধার হওয়া ওই পদার্থ উপকূল পুলিশের হাতে তুলে দেন মৎস্যজীবীরা।  

কোস্টাল পুলিশ ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, জেলেরা অ্যাম্বারগ্রিসটি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ সেটি বন বিভাগকে জানায়। বন বিভাগের কর্মকর্তারা এসে সেটি নিয়ে গেছেন। অ্যাম্বারগ্রিসটি শহরের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে (আরজিসিবি) নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে বন বিভাগ।  

উল্লেখ্য,  অ্যাম্বারগ্রিস অর্থাৎ স্পার্ম হোয়েল তিমির বমির প্রতি কেজির দাম ১ কোটি টাকা।  এটি তৈরি হয় স্পার্ম হোয়েলের (শুক্রাণু আকৃতির তিমি) পেটে। ভারতীয় আইনে অ্যাম্বারগ্রিস বিক্রি নিষিদ্ধ। স্পার্ম হোয়েল একটি বিপন্ন প্রজাতির তিমি। ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইনের অধীনে এই তিমির সুরক্ষা দেওয়া হয়।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময় : ১৯৪৮ ঘণ্টা, ২৪ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।