ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তীব্র তাপদাহ, যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
তীব্র তাপদাহ, যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

আগামী সোমবার ও মঙ্গলবার লন্ডন ও এর আশেপাশের এলাকার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরা'র।  

আবহাওয়া অফিস শুক্রবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে তাপমাত্র রেকর্ড ভাঙতে পারে সোমবার এবং মঙ্গলবার। উদ্ভূত পরিস্থিতিতে স্কুলের সময়সীমা কমিয়ে আনা, রেল চলাচলে গতি কমানো এবং হাসপাতালগুলোতে কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

এর আগে যুক্তরাজ্যে ২০১৯ সালের ২৫ জুলাই কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেনে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ সে.।

তীপ্র তাপদাহে এবারই প্রথম যুক্তরাজ্যে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এমন পূর্বাভাসের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

এক স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, সবাই প্রতিবেশী ও পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখুন। এছাড়া বয়স্কদের যত্ন নিন। আর যারা শারীরিকভাবে দুর্বল, তাদের জন্য এ আবহাওয়া ভয়ানক। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।